daextlwcn_print_scripts(false);
Bangla Kobita_ Bishey Bishey Bisokkhoy ~ ২০শে ২০শে বিষক্ষয়_1

Bangla Kobita : Bishey Bishey Bisokkhoy ~ ২০শে ২০শে বিষক্ষয়

1 min


175
144 shares, 175 points

Introduction

Bishey Bishey Bisokkhoy (২০শে ২০শে বিষক্ষয়) কবিতার মধ্যে মানুষের লোভলালসা কুকর্মের প্রতি প্রকৃতির সামান্য প্রতিক্রিয়া ফুটিয়ে তোলা হয়েছে। প্রকৃতির কোলে অন্যান্য প্রাণীর মতো মনুষ্য সমাজ তার সামান্য অংশটুকুমাত্র। তার বিরুদ্ধাচরন মানে মৃত্যু সমাধিস্ত।

২০২০ তে করোনার প্রাদুর্ভাব তারই প্রতিক্রিয়া মাত্র। কতো প্রান, কতো সংসার শেষ হয়েছে, কেউ হয়েছে পিতৃহারা, কেউ হয়েছে মাতৃহারা, আবার কেউ বা স্বজনহারা।  ২০ (বিশ)-এ ২০ (বিশ)-এ বিশক্ষয়ের অপেক্ষায় বিশ্ব। প্রাণনাশক  করোনার প্রতিষেধক ভ্যাকসিনের অপেক্ষায় বিশ্ববাসী। অদূর ভবিষ্যতে করোনার প্রকোপ দূর হবে, তবে তার ক্ষত নিঃসন্দেহে ইতিহাসে আঁচড় রেখে যাবে।

২০শে ২০শে বিষক্ষয়

ভোগ জ্বালা দহনে ক্ষয়

এ’রে কয় ২০শে ২০শে বিষক্ষয়!

করোনার মহামারীতে পৃথিবী আচ্ছন্ন, স্বজন হারানো সংসার বিষণ্ণ!

জল বিষাক্ত, বাতাস বিষাক্ত, বিষাক্ত আবহে মন বিষাক্ত।

চারিদিক সংক্রমণে সংক্রমিত, ঘরে বাইরে ত্রাস, মৃত্যু মিছিলে গুম হয়ে যায় লাশ!

অসম্পূর্ণ শেষ ইচ্ছা,  অসম্পূর্ণ অন্তিম যাত্রা, অসম্পূর্ণ সৎকার, অপূর্ণ তার বাঁচা তবু নেই কোনও হাহুতাশ!

রক্তশূন্য চোখ, নিথর দেহ, বাঁচতে মরিয়া লুকাতে পাগল, শোকাচ্ছন্ন আপনজনা ভয়ের দোফলাতে মুহ্যমান।

শেষ দেখারও উপায় নেই, উপায় নেই মুখাগ্নির

বাইরে মৃত্যুর হাতছানি, যমে মানুষে টানাটানি!

চেনা আজ অচেনা, ভিনগ্রহী আপনজনা, আজ সবাই অনাথ, স্বজন থেকেও স্বজনহারা!

আজীবন অর্ন্তরদহন, শেষ সময়ে পাশে না থাকার নির্মম যন্ত্রণা করে যেতে হবে বহন।

হাসে বিবেক, হাসে বিধি বোঝ তবে কিসের লোভ? কিসের দম্ভ? এইতো নশ্বর জীবন!

কত গুনতি মরে অগুন্তি

শ্বাসকষ্টে কাবু শরীর আত্মা করে হুটোপুটি!

ক্লান্ত শরীরে বাঁচার আশা দেহ চিরে মেলে ডানা।

হাসে মৃত্যু, হাসে যম দেখ তোদের কর্মফল!

পাপ বলে সর্বনাশ! লোভ করে বায়না ‘ছেড়ে আমি কোথাও যাব না’!

করোনার অকালমৃত্যুচ্ছায়া নিয়েছে কেড়ে লাখো লাখো জীবন

ছিনিয়ে নিয়েছে স্নেহের পরশ, উজাড় করেছে ঘর।

দাহ হয়েছে কত প্রেম, কত মায়া, কত সংসার, ঘটিয়েছে সভ্যতার অবনতি

শতাব্দীতে অপশক্তি জানান দেয় ‘আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, আমি বহুরূপী’।

বেঁচে আছি মুখোশের আড়ালে, আসব ফিরে জীবাণুর বেশে, থাকব বেঁচে তোদের মধ্যে, মারব তোদের প্রতিক্ষণে।

চিত্রগুপ্ত কয় প্রভু ‘একদিন অতিকায় প্রাণীরা লুপ্ত হয়েছে ছোট্ট উল্কার আঘাতে

আজ মানব শ্রেষ্ঠত্বের মুকুট গেছে নড়ে অদৃশ্য অণুজীবের আক্রমনে?’

যমরাজ হেসে দেন প্রত্যুওর “কুশক্তির ভয়াবহ গ্রাস থেকে মানবসভ্যতাকে বাঁচানোর আরেকটি প্রয়াস!

সবই কুরুচিকর কর্মের বিরুদ্ধে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া! এ আগাম সতর্কবাণী।

এরপর শুধরে গেলে ভালো, না হলেই গেলো! তখন আমায় দোষ দিয়ে লাভ কি?”

ভোগ জ্বালা দহনে ক্ষয়

এ’রে কয় ২০শে ২০শে বিষক্ষয়!”

Bangla Kobita_ Bishey Bishey Bisokkhoy ~ ২০শে ২০শে বিষক্ষয়_2

BISHEY BISHEY BISOKKHOY

Bhog Jwala Dohone Khoy

Erey Koi Bishey Bishey Bisokkhoy!

Corona’r Mahamari’Te Prithibi Achhonno, Swojon Harano Sansar Bisonno!

Jol Bisakto, Batas Bisakto, Bisakto Abohey Mon Bisakto.

Charidik Sonkromon’E Sankramito, Ghor’e Baire Traas, Mrityu Michhil’e Goom Hoye Jai Laash!

Osompurno Sesh Iccha, Osompurno Antim Yatra, Osompurno Satkar, Opurno Taar Bancha Tobu Nei Kono Hahutash!

Roktosunya Chokh, Nithor Deho, Banchtey Moriya Lukatey Pagol, Shokacchonno Aponjona Bhoiyer Dofolatey Mujhyomaan.

Sesh Dekharo Oopai Nei, Oopai Nei Mukhagnir

Baire Mrityur Haatchhani, Yam’E Manush’E Tanatani!

Chena Aaj Ochena, Vingrahi Aponjona, Aaj Sobai Anath, Swajon Thekeo Swajonhara!

Ajibon Antordahon, Sesh Somoye Pashe Na Thakar Nirmom Jontrona Korey Jete Hobe Bohon.

Haasey Bibek, Haasey Bidhi Bojh Tobey Kiser Lobh? Kiser Dambho? Eitoh Noshwar Jibon!

Koto Goonti Morey Ogoonti

Swas’Kostey Kabu Sorir Aatma Korey Hutoputi!

Klanto Sorirey Banchar Asha Deho Chirey Mele Dana.

Haasey Mrityu, Haasey Yam Dekh Toder Karmofol!

Paap Boley Sarbonash! Lobh Korey Baina ‘Chhere Ami Kothao Jabo Na’!

Coronar Okalmrityu’Chhaya Niyechhe Kerey Lakho Lakho Jibon

Chhiniye Niyechhe Sneher Porosh, Ujar Korechhe Ghor.

Daho Hoyechhe Koto Prem, Koto Maya, Koto Sansar, Ghotiyechhe Savyotar Obonati

Shotabdi’Te Oposhakti Janan Dei ‘Ami Chilam, Ami Achhi, Ami Thakbo, Ami Bohuroopi’.

Benche Achhi Mukhosher Araley, Asbo Phirey Jibanur Beshe, Thakbo Benche Toder Modhye, Marbo Toder Protikkhone.

Chitragupta Koi Probhu ‘Ekdin Otikai Pranira Lupto Hoyechhe Chotto Ulkar Aaghatey

Aaj Manob Shresthattwer Mukut Gechhe Norey Adrishya Onujiber Akromone?’

Yamraj Hesey Den Prottyutor “Kushaktir Voyaboho Graas Theke Manob’Savyotakey Banchanor Arekti Proyas!

Soboi Kuruchikor Kormer Biruddhe Prokitir Biroop Protikriya! E Agam Sotorkobani.

Erpor Sudhray Geley Valo, Na Holei Gelo! Tokhon Amai Dosh Diye Labh Ki?”

Bhog Jwala Dohone Khoy

Erey Koi Bishey Bishey Bisokkhoy!

Read-More_3Bengali Kobita : Sabhyo Tumi Bhodro ~ সভ্য তুমি ভদ্র

Bangla Kobita: Atosbaji ~ আতসবাজি

Bangla Kobita : Mukto Bihongo Ami ~ মুক্ত বিহঙ্গ আমি

Bangla Kobita: Ami Nari ~ আমি নারী

Bangla Kobita: Urali ~ উড়ালি

Bangla Kobita: Duare Amar Dariye Achhe Vobissot ~ দুয়ারে আমার দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ

Bangla Kobita: Oasis ~ ওয়েসিস

Bangla Kobita : Kaalyer Itihaas ~ কালের ইতিহাস

Bangla Kobita_ Bishey Bishey Bisokkhoy ~ ২০শে ২০শে বিষক্ষয়_3

 

x

Like it? Share with your friends!

175
144 shares, 175 points
daextlwcn_print_scripts(true);

Thanks for your interest joining to Bangla Kobita Club community.

Something went wrong.

Subscribe to Join Our Community List

Community grow with You. [Verify and Confirm your Email]