Bangla Kobita Jiboner Mulyayon ~ জীবনের মূল্যায়ন_01

Bangla Kobita: Jiboner Mulyayon ~ জীবনের মূল্যায়ন

1 min


163
132 shares, 163 points

Introduction

Jiboner Mulyayon (জীবনের মূল্যায়ন) কবিতার মধ্যে প্রত্যেক জীবনের ছোট থেকে বড় হওয়ার স্বপ্নকে তুলে ধরা হয়েছে। ছোটরা তার পারিপার্শ্বিক বড়দের দেখে বড় হওয়ার স্বপ্ন দেখে, বিশেষ করে তার বাবা, মা, অভিভাবক বা প্রিয় আপনজনকে দেখে। 

ছোটরা বরাবর বাঁধা গণ্ডির বাইরে বেরিয়ে আসতে চায়। ভাবে পড়াশুনার গণ্ডির বাইরে কাজের জগত অনেক সুখকর। ভাবে ওখানে স্কুলের মতো অনুশাসন থাকে না। যখন বাস্তবের মুখোমুখি হয়, তখন ভুল ভাঙে, আর আয়নার সামনে যখন দাঁড়ায় দেখে শৈশব হারিয়ে গেছে, কৈশোর হারিয়ে বার্ধক্যে পৌঁছে গেছে। আর তখনই শরীরে শিহরণ জাগে। সামনে শুধুই শূন্যতা আর বিষণ্ণতা। পরিণতি মৃত্যু।

তখন ভাবলে মনে হয় কেন বড় হতে চেয়েছিলাম? ছোট্ট ছিলাম ভালোই ছিল। এটা সত্যি যে, আমরা অনেকেই জীবনের মূল্যায়ন ছোট্ট থেকে ঠিক করতে পারি না। ভেবে দেখুন, আপনি কি আপনার জীবনের সঠিক মূল্যায়ন করতে পেরেছেন?

জীবনের মূল্যায়ন

ছোট্ট আমি শুধুই ভাবি হব বড় কবে?

কবে পাব মুক্তি স্কুলের বন্দিদশা থেকে?

থাকবে না রুটিনের চাপ, বইতে হবে না আর স্কুলের বোঝা কাঁধে?

পাব ছুটি পড়াশুনা থেকে, হবে মুক্তি বাঁধাধরা গণ্ডি হতে, থাকবে অঢেল সময় হাতে।

গড়ব জীবন নিজের হাতে, হবে বাড়ি গাড়ি, থাকবে লোকলস্কর আশেপাশে;

বাড়বে ইজ্জত সমাজে, কষ্ট দেব উড়িয়ে ফুঁৎকারে! সখ-আহ্লাদ মিটবে টাকায় শুয়ে বসে।

ছোট্ট আমি, শুধুই ভাবি হব বড় কবে?

ঝোলানো ঘণ্টি টুং-টাং, টুং-টাং আওয়াজ তোলে হাওয়ার তালে।

বন্দি আমি চার দেওয়ালে, জগত আমার ঘর,

খেলা যখন দুরাস্ত, স্বপ্ন করে ভড়।

এমনি একদিন সকালে স্বপ্ন ছেড়ে আয়নার সামনাসামনি, এক কঠিন বাস্তবের মুখোমুখি!

চোখে চোখ রেখে হতবাক! সত্যি অনেক কিছু বদলে গেছে  রাতারাতি!

খেয়ালই হয়নি দিন মাস বছর গড়িয়ে কবে যে হয়েছি বড়?

ভবিষ্যতের কোলে চড়ে কবে জানি শৈশবের পরশ গেল ছেড়ে? ছেলেমানুষের খোলস গেল খসে? 

এভাবেই একদিন ছুয়ে যাবে বার্ধক্য, একদিন হারিয়েই যাব সকলের থেকে,

ভেবেই অ্যাড্রেনালিন ক্ষরণ বেড়ে যায় চরমে, ঘামে জবজবে গা ওঠে শিউরে।

বুঝি ছোট্ট ছিলাম ভালই ছিলাম, ভাবি কাল হল বড় হয়ে?

ঝোলানো ঘণ্টি টুং-টাং, টুং-টাং আওয়াজ তোলে হাওয়ার তালে।

চাকরি, বাড়ি গাড়ি আরাম সবই পেয়েছি, কাঁধে নিয়েছি সংসারধর্ম, 

যা চেয়েছিলাম তাই পেয়েছি, জীবনের লক্ষ্য করেছি বিদির্ন।

যা ভাবিনি তাই ভাবিয়েছে, অন্দরের কতশত লাঞ্ছনা কেমনে ঢাকে বুড়োবুড়ি হাসিতে?

আবার পেয়েছি কষ্ট দেখে, অবহেলা বঞ্চনায় কাতরাতে সন্তানকে, দাম্ভিক বাপ-মার হাতে।

কখনও দেখেছি রেসারেসি সম্পত্তি নিয়ে, কখনও দেখেছি রক্তারক্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে,

কখনও মনকষাকষি দোটানায় পীড়াপীড়ি, হয়ত এটা সত্যি! হতে পারে ওটা সত্যি!      

সবচেয়ে বড় সত্যি ‘জীবন বড়োই ছোটো, বাঁচবোই আর কতদিন? আজ আছি কাল নেই?’

চলো রয় মিলেঝুলে আমি’র আমিত্ব ছেড়ে, নয়ত একদিন সবাই যাবে তোমায় ভুলে;

মরণের পর ফ্রেমেতেই থেকে যাবে, একলাই রয়ে যাবে ছবি হয়ে।

মা’র বকুনি, বাবার আদর, শৈশবের মধুরাত গেল যে কোথায় হারিয়ে?

হাত বাড়ালেই সব শূন্য! মন মুষড়ে একাকীত্ব নেয় গিলে,

ঝোলানো ঘণ্টি টুং-টাং, টুং-টাং আওয়াজ তোলে হাওয়ার তালে।

Bangla Kobita Jiboner Mulyayon ~ জীবনের মূল্যায়ন_02

JIBONER MULYAYON

Chotto Ami, Sudhui Vabi Hobo Boro Kobe?

Kobe Pabo Mukti School’er Bondi Dosa Theke?

Thakbe Na Routiner Chap, Boite Hobe Na Aar School’er Bojha Kandhe?

Pabo Chhuti Porasuna Theke, Hobe Mukti Badha Dhora Gondi Hote, Thakbe Odhel Somoy Haate.

Gorbo Jibon Nijer Haate, Hobe Bari Gari, Thakbe Lokloskor Ase-Pase;

Barbe Ijjot Somaje,  Kosto Debo Uriye Futkare! Sokh-Aahlad Mitbe Takay Suye Bose.

Chotto Ami, Sudhui Vabi Hobo Boro Kobe?

Jholano Ghonti Tung-Tang,  Tung-Tang Awaz Tole Haowar Tale.

Bondi Ami Char Dewalle, Jogot Amar Ghor,

Khela Jokhon Durasto, Swopno Kore Bhor.

Emni Ekdin Sokale Sopno Chhere Ainar Samnasamni, Ek Kothin Vastab’er Mukhomukhi!

Chokhe Chokh Rekhe Hotobak! Sotyi Onek Kichhu Bodle Gachhe Ratarati!

Kheyali Hoi Ni Din-Mas-Bochhor Goriye Kobe Je Hoyecchi Boro?

Vobisyater Kole Chore Kobe Jani Soisober Porosh Galo Chhere? Chelemanuser Kholos Galo Khose?

Evabei Ekdin Chhute Jabe Bardhokya, Ekdin Hariyei Jabo Sokoler Theke,

Vebei Adrenaline Khoron Bere Jaay Charome, Ghame Jobjobe Gaa Othe Siure.

Bujhi Chhotto Chhilam Valoi Chhilam, Vabi Kaal Holo Boro Hoye?

Jholano Ghonti Tung-Tang,  Tung-Tang Awaz Tole Haowar Tale.

Chakri, Bari Gari Aaram Soboi Peyechhi, Kandhe Niyechhi Sonsardharmo,

Ja Cheyechhilam Taai Peyechhi, Jiboner Lokhhyo Korechhi Bidirno.

Ja Vabini Taai Vabiyechhe, Ondrer Kotosoto Lanchhona Kemone Dhake Buroburi Haasite?

Abar Peyechhi Kosto Dekhe, Obohela Bonchonai Kaatrate Sontanke, Daamvik Baap-Maa’r Haate.

Kokhono Dekhechhi Resaresi Sompotti Niye, Kokhono Dekhechhi Roktarokti Vaag-Batoyara Niye,

Kokhono Monkosakosi Dotanai Pirapiri, Hoito Eta Sotyi! Hote Pare Ota Sotyi!

Sobcheye Boro Sotyi “Jibon Boroi Chhoto, Bachboi Aar Kotodin? Aaj Achhi Kaal Nei?”

Cholo Roi Milejhule Amir Amitwo Chhere, Noitoh Ekdin Sobai Jabe Tomay Vule;

Moroner Por Frametei Theke Jabe, Eklai Roye Jabe Chhobi Hoye.

Maa’r Bokuni, Baba’r Aador, Soisober Modhuraat Galo Je Kothai Hariye?

Haat Baralei Sob Sunya! Mon Musre Ekakitto Nei Gile,

Jholano Ghonti Tung-Tang,  Tung-Tang Awaz Tole Haowar Tale.

Read-More_3

Bangla Kobita: Sodder Sworgo Norok ~ সদ্যের স্বর্গ নরক

Bangla Kobita: Jibon Moroner Sondhikhon ~জীবন-মরণের সন্ধিক্ষণ

Bangla Kobita: Poronto Bikale Dariye Jibon ~ পড়ন্ত বিকালে দাঁড়িয়ে জীবন

Bangla Kobita : Jibon Dorshon O Patho Dorshon ~ জীবন দর্শন ও পথ দর্শন

Bangla Kobita: Ruposi Bangla Poribortone Biswabangla ~ রূপসীবাংলা পরিবর্তনে বিশ্ববাংলা

Bengali Kobita: Atma O Poromatma ~ আত্মা ও পরমাত্মা

Bangla Kobita: Buvukhhar Osomo Lorai ~ বুভুক্ষার অসম লড়াই

Bangla Kobita Jiboner Mulyayon ~ জীবনের মূল্যায়ন_03

x

Like it? Share with your friends!

163
132 shares, 163 points

Thanks for your interest joining to Bangla Kobita Club community.

Something went wrong.

Subscribe to Join Our Community List

Community grow with You. [Verify and Confirm your Email]